Notice

বার্ষিক পরীক্ষার নোটিশ

এতদ্বারা যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষা আগামী৫ নভেম্বর এবং ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ১৫/১০/২৩ তাং থেকে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সেই  প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের বেতন, পরীক্ষা ফি সহ অন্যান্য পাওনা (যদি থাকে) আগামী ৩১/১০/২৩ তাং এর মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত তাং এর মধ্যে পাওনা পরিশোধ না করলে আগামী ০৫/১১/২৩ তাং পর্যন্ত ১০ টাকা জরিমানা সহ আদায় করা হবে। উল্লেখ্য যে, বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

নিচে শ্রেণিভিত্তিক পরীক্ষা ফি এর হার উল্লেখ করা হলো।

  ১. ৮ম শ্রেণি -------- = ১৮০/=

  ২. ৯ম শ্রেণি -------- = ২০০/=

                                                                                                                                প্রধান শিক্ষক

                                                                                                                       যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়

                                                                                                                     বারঘরিয়া, সদর, চঁআপাইনবাবগঞ্জ।