যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়
স্থাপিতঃ ১৯৭০
ডাকঘরঃ বারঘরিয়া, উপজেলাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
শিক্ষাবোর্ড কোডঃ ১৭৭৯, এম,পি,ও কোডঃ ৮৫০৪০৫১৩০৩, EIIN - ১২৪৫২৭
মোবাইল নং- ০১৭২৪০৬৯৫১৫, ই-মেইল – jdhs1980@gmail.com
স্মারক নং- তারিখঃ ২৮.০৭.২০২৫ খ্রিঃ
“বিদ্যালয়ের পরিচিতি”
অত্র যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ০১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের এলাকার পানের রাজধানী নামে খ্যাত যাদুপুর গ্রামে অবস্থিত একটি আদর্শ বিদ্যালয়। বিদ্যালয়টি দূর্গাপুর গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী জনাব মোঃ আজিজুর রহমান মিয়া এর ঐকান্তিক প্রচেষ্টা ও এলাকার বেশ কিছু শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি সহশিক্ষা প্রতিষ্ঠান। এই দরিদ্র এলাকায় প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষা নিয়ে নিজে স্বাবলম্বী হচ্ছে। বিশেষ করে মেয়েরা শিক্ষিত ও স্বাবলম্বী হচ্ছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার তারিখঃ ০১.০১.১৯৭০ খ্রিঃ;
১ম স্বীকৃতির তারিখঃ ০১.০১.১৯৭৩ খ্রিঃ
মাধ্যমিক হিসাবে স্বীকৃতিঃ
১ম এম. পি. ও ভূক্তির তারিখঃ ০১.০৬.১৯৮৫ খ্রিঃ
বিদ্যালয়ের এম.পি.ও কোডঃ ৮৫০৪০৫১৩০৩
রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক কোডঃ ১৭৭৯
ই আই আই এন নংঃ ১২৪৫২৭
সর্বশেষ স্বীকৃতিঃ ৩১.১২.২০২৫ খ্রিঃ
প্রতিষ্ঠান প্রধানঃ মোঃ আনোয়ারুল ইসলাম
মোবাইল নংঃ ০১৭২৪-০৬৯৫১৫, ০১৩০৯-১২৪৫২৭
মোঃ আনোয়ারুল ইসলাম
প্রধান শিক্ষক
যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়
বারঘরিয়া,সদর, চাঁপাইনবাবগঞ্জ